
বাংলাদেশে এখন ভালো ছবি নির্মাণ হয় না, এজন্য দর্শকরা হলমুখী হয় না বিধায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (৫ মার্চ) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় ‘লীজ অ্যাসোসিয়েশন অব কুমারখোদা’র আয়োজনে এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, শুধু দর্শক ও শ্রোতাদের দোষ দিলে তো হবে না, আমাদের কাহিনী নির্ভর ছবি ও মানসম্মত চিত্রনাট্য সম্বলিত সিনেমাও তৈরী করতে হবে। এখন এরকম ভালো গল্প নিয়ে কোনো পরিচালক ও প্রযোজক দেশে ছবি তৈরি করেন না, তাই দেশের মানুষ হলে যায় না। মানুষ এখন ইউটিউবে অনেক ভালো ভালো ছবি দেখে। এজন্য ভালো ছবি তৈরী হলে আবারও মানুষ হলমুখী হবে।
কে এম খালিদ জানান, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে সংস্কৃতি খাতকে ধ্বংস করেছিলো, পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যাপক উন্নয়ন করেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামুন/বার্তাবাজার/এম আই