
নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের তেরীবাজারে এলাকায় এ সভা হয়।
আলোচনা সভায় সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মশিউজ্জামান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আলা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর সচিব মো. তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল সাহাদাৎ বাবুল, কাউন্সিলর মানসুরা আক্তার, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, মো. শাহ আলম প্রমুখ।
পৌর মেয়র মো. আলা উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান সকলের উপরে। উনার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতার চান তিনি।
রাজেশ/বার্তাবাজার/এ.আর