দেশের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের ছেলে মুশফিকুর রহমান ওরফে সফল খানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে এক তরুণীর করা পর্নোগ্রাফির মামলায় গত সোমবার ২১ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে মুশফিকুরকে রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক। তিনি বলেন, মুশফিকুরের বিরুদ্ধে সোমবার পর্নোগ্রাফির ওই মামলা করেন এক তরুণী। অভিযোগের পক্ষে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, আপত্তিকর ভিডিও ধারণের তথ্যপ্রমাণ পাওয়া গেছে। মুশফিকুর এসব স্বীকারও করেছেন। রিমান্ড শেষে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালে মুশফিকুরের সঙ্গে মাটিকাটা এলাকায় পরিচয় হয় ভুক্তভোগী ওই তরুণীর। সে সময় মুশফিকুর তার বোনের বাসায় থাকতেন। এরপর হোয়াটসঅ্যাপে তরুণীর সঙ্গে তার যোগাযোগ হতো। একপর্যায়ে বন্ধুত্ব হয়।