
কুমিল্লার তিতাস উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে দিন ব্যাপী অত্র বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনারকে (ভূমি) এম আবু নওশাদ, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আলেক উল্লাহ, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, ড. মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো শহিদুল ইসলাম, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি শামসুদ্দিন সরকার, সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আবুল কাশেম, আবুল বাশার, আলী মাহাম্মুদ, শাহিদ আল রমজান, আবু হানিফ, আব্দুল হালিম, ইব্রাহিম খলিল।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আসলাম/বার্তাবাজার/এম আই