কাজের প্রতি স্বচ্ছলতা এবং জবাবদিহিতা আনতে টাঙ্গাইলে পুলিশে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের নিরালা মোড় এলাকায় এসব ক্যামেরা বিতরণ করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাম্প্রতিক সময়ে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণে ডি ওর্ন ক্যামেরা বিশেষ কাজে দিবে। পাইলট প্রজেক্ট হিসেবে টাঙ্গাইল জেলায় ৪২টি ডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ক্যামেরার মাধ্যমে পুলিশ সদস্যরা কাজের সকল জবাবদিহিতায় আসবে, তেমনি ভাবে অপরাধীরা কোনো প্রকার অপরাধ করে পার পাবে না।
এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রমু।
বার্তাবাজার/আর এম সা