ঝিনাইদহের চোখ-
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় ইউনিয়নের মাঠপাড়া গ্রামের শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে হতে বাংলাদেশী ০৩ জন (নারী) নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কমলেশ্বরদী গ্রামের মোঃ আজিজুল মোল্লার স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন (২৪), একই থানার দাতপুর গ্রামের আব্বাস বিশ্বাস এর মেয়ে মোছাঃ সামিয়া আক্তার (২৩) এবং একই জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের শিপন খন্দকার এর স্ত্রী মোছাঃ আলো বেগম (৩০)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
The post ঝিনাইদহ সীমান্ত অবৈধ পারাপারে আটক ৩ নারী appeared first on Jhenidaherchokh.