ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের চেষ্টাকালে নারী ও এক দালালসহ ৪জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- যশোর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ফটিক দাসের ছেলে সন্যাসি দাস (৪০), পিরোজপুর জেলার সিরামকাঠি গ্রামের জগবন্ধু মন্ডলের ছেলে পুশপেন্দ্র মন্ডল (২৭), নারায়নগঞ্জ জেলার কাশিপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ইমরান হোসেন (২৬) এবং চট্টগ্রাম জেলার কাপ্তাই গ্রামের মৃত আব্দুর রহিম মৃধার মেয়ে খাদিজা আক্তার পুতুল (২৮)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা সবাই অবৈধভাবে ভরতে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের উপজেলার যাদপপুর এলাকা থেকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকদের জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
The post ঝিনাইদহ সীমান্তে দালালসহ আটক চার appeared first on Jhenidaherchokh.