জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ মহেশপুর একতা দলিল লেখক সমিতির আয়োজনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মে আওয়াতাধীন ঐতিহ্যবাহী বটতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মহেশপুরের সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শৈল্যকুপা সাব – রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার, হরিনাকুন্ড সাব- রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর একতা দলিল লেখক সমিতি সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম , প্রেসক্লাব মহেশপুর সাধারণ সম্পাদক ও মহেশপুর একতা দলিল লেখক সমিতি সদস্য জিয়াউর রহমান জিয়া, সদস্য বাবর আলী বাবু, রুহুল কুদ্দুস সহ দলিল লেখক সমিতি ১২৫ জন দলিল লেখক।
দিনব্যাপী কর্মশালা শেষে পরিচয় পত্র এবং সনদ পত্র , প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
The post ঝিনাইদহ মহেশপুরে দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত appeared first on Jhenidaherchokh.