ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ পৌরসভার সচিব মোস্তাক আহম্মেদ মিল্টনের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ গিয়াস উদ্দীন জোয়ারদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজিউন)। সোমবার(৬ নভেম্বর) বিকালে শৈলকুপার মহেশপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, পৌর সভার মেয়র ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ¦ গিয়াস উদ্দীন জোয়ারদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিকবী (রহঃ) এঁর মশহুর খলিফা মাগুরার মরহুম হাজী আব্দুল হামিদ (রহঃ) এঁর মুরীদ ছিলেন।
The post ঝিনাইদহ পৌর সচিব পিতার ইন্তেকাল appeared first on শৈলবার্তা.