ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুর গোসল করতে পানিতে নেমে গৃহবধুর মৃত্যু।
শুক্রবার দুপুর ৩টার দিকে কোটচাঁদপুরের সলেমানপুর পুকুরপাড়া নিবাসী ভ্যান চালক ছমির হোসেনের স্ত্রী ও ৩ বছরের মেয়ে সন্তানের জননী নুরী বেগম (২২) স্থানীয় সরকারী পুকুরে প্রতিদিনকার ন্যায় গোসল করতে যাই। অনেক সময় পেরিয়ে যাই কিন্তু আর বাড়ি ফিরে আসে না। অনেক খোজাখুঁজির পর এলাকার লোকজন বিকাল ৫টার দিকে তরোজাল দিয়ে জাল ফেলে পুকুর থেকে গৃহবধু নুরী বেগমের মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান, ঘটনাটি শুনেছি কিন্তু এ বিষয়ে কেউ কোন অভিযোগ করে নাই।
গৃহবধু নুরী বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। এছাড়া এর আগেও কয়েকটি এমন ঘটনা ঘটেছে এই পুকুরে।
The post ঝিনাইদহ কোটচাঁদপুর পুকুরে গোসল করতে নেমে গৃহবধুর মৃত্যু appeared first on Jhenidaherchokh.