ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রামীন খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার, ভূটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহা, আবু বকর ছিদ্দীক, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহারুজ্জামান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহানা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
The post ঝিনাইদহ কোটচাঁদপুরে গ্রামীন খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Jhenidaherchokh.