ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›েদ্ব প্রতিপক্ষের হাতুড়ি পিটায় এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন স্বজনরা।
বিরোধের জের ধরে আজ দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
The post ঝিনাইদহে হাতুড়ি পিটায় যুবককে হত্যা appeared first on Jhenidaherchokh.