ঝিনাইদহের চোখ-
মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ।
তিনি বলেন, অভিযানের সময় ৭টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানের পাশাপাশি অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। আমাদের সবাইকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। অভিযান আরো জোরদার করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
The post ঝিনাইদহে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলা ও জরিমানা appeared first on Jhenidaherchokh.