ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার ১০নং হরিশংকরপুর ইউনিয়নের পোড়া বাকড়ী মোড় থেকে দেশীয় রামদাসহ তিন যুবক গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতারা হলেন- শমসের আলীর ছেলে নয়ন, রওশন আলীর ছেলে ছেলে সুজন ও রিমন। এছাড়া ইজিবাইক চালক মনিরুলের ছেলে সবুজকেও এ সময় আটক করা হয়।
পুলিশ জানায়, পোড়াবাকড়ী গ্রামের স্কুল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খন্দকার ফারুকুজামান ফরিদের সমর্থক বলে জানা গেছে।
The post ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ তিন যুবক আটক appeared first on শৈলবার্তা.