হাবিব ওসমান, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ থানা পুলিশের অভিযানে দুই অপহরনকারী চাঁদাবাজীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার গয়েসপুর (মাষ্টারপাড়া) গ্রামের মৃত নজির শেখের ছেলে আসাদ শেখ (৩২) এবং একই গ্রামের গোলাম সরোয়ারের ছেলে আমির হোসের ওরফে লালু (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহে সদর থানায় একটি এজাহার দায়ের করেন ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মমিনুল হক দিপু।
থানা সূত্রে জানা গেছে বাদী তার এজাহারে উল্লেখ করেন গত (৫ মার্চ) সন্ধ্যা অনুমান ৭ টার সময় ভুক্তভোগীকে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি জোরপূর্বক চোখ মূখ বেধেঁ একটি ইজিবাইকের ভিতর উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এরপর অজ্ঞাতনামা ৪ জন অপহরনকারী ভুক্তভোগীর নিকট হইতে মোট ৮৮ হাজার টাকা চাঁদা আদায় করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনার সাথে জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট হইতে বাদীর চাঁদা প্রদানকৃত ৮৮ হাজার টাকার মধ্যে ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
The post ঝিনাইদহে দুই অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ appeared first on Jhenidaherchokh.