ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ১০ কেজি গাজার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বিকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের চুলকানি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি, আবুল হোসেন (৩৭)। সে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার গাং পাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে।
ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাগলাকানাই টু চুলকানি বাজার রাস্তায় চেক পোষ্ট বসায় তারা। সন্দেহ ভাজনদের চেক করতে থাকে টিম। এক পর্যায়ে আবুল হোসেনকে সন্দেহ হলে তার ব্যাগ চেক করলে ১০ (দশ) কেজি গাজা উদ্ধার হয়।
পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
The post ঝিনাইদহে গাজার বড় চালান আটক appeared first on Jhenidaherchokh.