ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে ছাড়পত্র না থাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার নস্তী, কাজীরবেড়, ন্যাপা, শ্যামকুড়, গুড়দহসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা আর কাঠ পোড়ানোর অভিযোগে ৩ টি ড্রাম চিমনির ভাটা গুড়িয়ে দেওয়া হয় এছাড়াও ৫ টি ইটভাটার কাচা ইট ধ্বংস ও ৫ টি ভাটাই মোট ১২ লাখ ৩৪ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। সেসময় যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
The post ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান/উচ্ছেদ-জরিমানা appeared first on Jhenidaherchokh.