আফজাল হোসেন চাঁদ : পুলিশি জনতা, জনতাই পুলিশ ও মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় ঝিকরগাছা থানা প্রাঙ্গণের আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুল আমিন দুদু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহীন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইনামুল হাবীব জগলু, পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, আঃ রাজ্জাক, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম মিশর সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন, থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) তারেক নাহিয়ান।