
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জয়পুরহাট জেলা শাখার নির্বাচনে ১১৫ ভোট পেয়ে এ এস এম নূরুন্নবী দেওয়ান সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন পেয়েছেন ১০৩ ভোট। এদিকে, ১১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রনজিত সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নয়ন চন্দ্র মহন্ত পেয়েছেন ১১০ ভোট।
গতকাল সোমবার দিনব্যাপী এ সমিতির ভোট গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনার এমএ করিম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নির্বাচিত কার্যকারী অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি নিমাই চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক অপু চন্দ্র পাল, কার্যকরী সদস্য যথাক্রমে – গৌতম চন্দ্র দাস, ইউনুস আলী, নিমাই চন্দ্র কর্মকার, উত্তম কুমার মহন্ত (বিটল), হামিদুল ইসলাম, মাসুদ রানা, রাজু আহম্মেদ এবং আজাদুর রহমান বাবর।
মিলন/বার্তাবাজার/এম আই