
এত দিন হয়তো দেখেছেন ট্রেন যাচ্ছে বলে দাঁড়িয়ে আছে যানবাহন। ট্রেন চলে গেলে লেভেলক্রসিংয়ের গেট খুলে দিলে যাতায়াত স্বাভাবিক হয়। তবে এবার ভিন্ন ঘটনা ঘটলো চট্টগ্রামের হালিশহরে সল্টগোলা লেভেলক্রসিংয়ে যানবাহনের জন্য জ্যামে আটকে গেল ট্রেন।
পিয়াল নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমন একটি ভিডিও ও স্থির ছবি প্রকাশ করেছেন। যেখানে জ্যামে একটি ট্রেনকে আটকে থাকতে দেখা যাচ্ছে। পিয়াল শেয়ার করে লিখেছেন, ’ইতিহাসে প্রথম, ট্রেন জ্যামে দাঁড়ানো। কি কি যে দেখতে হবে আমার এই জীবনে। ‘
একজন এই পোস্টের মধ্যে মন্তব্য করেছেন, ‘এটি বন্দরের ট্রেন। বন্দর থেকে বের হচ্ছিল, আর সাধারণত ওই জায়গায় জ্যাম লেগেই থাকে। এটাকে মেম বানানোর কিছু নাই বন্দর এলাকায় জ্যাম থাকবেই।’ আসিফ রহমান নামের একজন দাবি করছেন, ‘ট্রেন প্রতিদিনই জ্যামে পড়ে, আপনি লোকাল ট্রেনে উঠেন নাই মনে হয় কখনও, গাজীপুর আসেন একদিন লোকাল ট্রেনে করে।’
বার্তাবাজার/জে আই