সব জল্পনা ও নানান সিনেম্যাটিক ঘটনার পর টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান।
চেয়ারে বসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, আমি শিল্পীদের ভোটে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছি। তারপরও নানান নাটকীয় ঘটনা তৈরি করা হয়; যা সিনেমার গল্পকেও হার মানায়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। অবশেষে সত্যের জয় হয়েছে।
এদিকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সিদ্দিকী নাজমুল আলম। তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এক লাইন লেখার রুচি নাই। তবুও আজকে আর না লিখে পারলাম না।
জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক। কারণ তারা দুজনই বর্তমানে সিঙ্গেল।
বিয়ের সমাধান ছাড়া রাশিয়ার প্রেসিডন্ট পুতিনও এই সমস্যার সমাধান করতে পারবে না।
অসহ্য……
The post জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক: সাবেক ছাত্রলীগ নেতা appeared first on bd24report.com.