
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইবি রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ইবি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্বে সংগঠনটির সাংবাদিকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত, কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন আদনান, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, সোহান সিদ্দিকী, মাথিয়া ঐশী, ফারহানা নওশিন তিতলী, শাহরিয়ার কবির রিমন, শাহীন আলম’সহ অনান্য সদস্যবৃন্দ।
এছাড়াও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সমিতি, ফোরাম, হল, বিভাগ এবং ছাত্র সংগঠন।
এমআর/বার্তাবাজার/এম আই