
ঝিনাইদহের চোরাই গরু বহন করা পিকআপ ভ্যান সহ তিন চোরকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ। এব্যপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ৬ মার্চ রবিবার সকাল ৮টার দিকে একটি পিকআপে করে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে বারবাজার ফুলবাড়ী (ঝিনাইদহ-যশোর মহাসড়ক) নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি চোরাই গাভী গরু ও ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭ নং একটি পিকআপসহ তিন চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে আল-আমিন শেখ (২৫), খুলনা তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজীর ছেলে রাব্বী গাজী (২০) ও একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাবিব হোসেন (২১)।
তিনি আরো জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে তিন চোর ও তাদের কাছ থেকে উদ্ধার করা ১টি গাভী গরু
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ও পিকআপ বারবাজার হাইওয়ে থানায় জব্দ আছে।
খাইরুল/বার্তাবাজার/এম.এম