
চট্টগ্রামে আইপিএসের সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জে পেট্রল পাম্পের সামনের খান বাড়িতে উক্ত দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, জোরারগঞ্জ থানার সত্তরোয়া গ্রামের মোঃ হোসেন (৩৮) ও খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার গজল তলা গ্রামের আবু তাহের (৬৫)।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বৃষ্টিতে কাতালগঞ্জ খান বাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়। নিচ তলার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। বাড়ির তত্ত্বাবধায়ক আবু তাহের আইপিএস সংযোগ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশেই ছিলেন প্রাইভেটকার চালক মোঃ হোসেন। আবু তাহেরকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হুমায়ুন/বার্তাবাজার/এ.আর