
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা সভাপতি এবং ১নং বুলাকীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সদের আলী খন্দকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার রানীগঞ্জ কলেজ মাঠে কাউন্সিলের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্ব›দ্বীতা করেন। পরে ২২২ জন কাউন্সিলারের ভোট প্রদানের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
কাউন্সিলে দিনাজপুর জেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লোটাস/বার্তাবাজার/এ.আর