
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মিলনায়তনে ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (৩) ঘাটাইল আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা প্রমুখ ।
উত্তম আর্য্য/বার্তাবাজার/এম আই