
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আনছারী-আব্দুল্লাহ সরকার গ্রুপ) ঘাটাইল উপজেলার শাখার নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভার দুই শতাধিক নব নির্বাচিত শিক্ষকদের কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১১টায় এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে, সমিতির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি বাইচাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল হক, রফিকুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক নাজুমল হাসান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
উত্তম/বার্তাবাজার/এম আই