
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে কাওসার হাবিব নামের ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (৮ মার্চ) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে গত ৮ মার্চ গভীর রাতে নিজ শয়ন কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে শিক্ষক কাওসার হামিদ। পরদিন ঘটনার শিকার শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানালে এলাকায় বেশ উত্তেজনা দেখা দেয়। পরদিন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আজ মঙ্গলবার দুপুরে শিক্ষককে গ্রেফতার করে। আটক শিক্ষক বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
সুমন/বার্তাবাজার/কা.হা