কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের এক বৃদ্ধা ধান মাড়াই যন্ত্রে জড়িয়ে নিহত হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালের দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের হেবাজ উদ্দিনের স্ত্রী মজিরন (৫২) উঠানে স্যালোইঞ্জিন চালিত ধান মাড়াই যন্ত্রের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় মাড়াই যন্ত্রে শাড়ী পেচিয়ে গেলে গুরুত্বর আহত হন। আহত মজিরনকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিরনকে মৃত ঘোষণা করেন।
The post কুষ্টিয়ায় ধান মাড়াই যন্ত্রের আঘাতে বৃদ্ধার মৃত্যু appeared first on শৈলবার্তা.