লিপু খন্দকার, কুমারখালী :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামে পানিতে ডুবে ১৭ মাসের শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২৮ নভেম্বর) বিকেলে বাড়ির পাশের ডোবার পানিতে তলিয়ে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের কৃষক বাবু ইসলামের ছেলে মুসতাকিন।
শিশুর চাচা মনছের আলী জানান, মুসতাকিন বিকেল ৩ টার দিকে বাড়ির উঠানের অদুরে একা একা খেলা করার সময় পার্শ্ববর্তী ডোবার পানিতে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেলে বিকেল ৪ টার দিকে মৃত অবস্থায় তার লাশ পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাগুলাট ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
The post কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু appeared first on শৈলবার্তা.