লিপু খন্দকার, কুমারখালী :
কুষ্টিয়ার কুমারখালীতে র্যালী ও সুধী সমাবেশের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১। শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা থেকে বর্ণাঢ্য র্যালী মুল শহর প্রদক্ষিণ শেষে থানায় শেষ হয়ে কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনিম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট শংকর মজুমদার, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন প্রমুখ।
The post কুমারখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত appeared first on শৈলবার্তা.