লিপু খন্দকার, কুমারখালী :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে আনুমানিক (৩০) বছর বয়সী মিলপাড়া এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে তারিফ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ভোড়ে কালী নদীতে লাশ ভাসতে দেখে তারা কুমারখালী থানায় খবর দেন। প্রাথমিকভাবে মৃত আব্দুল ছাত্তারের স্ত্রী তার ছেলের পরনে থাকা প্যান্ট, বেল্ট ও পকেটে থাকা মানিব্যাগ দেখে লাশটি সনাক্ত করেন। ধারনা করা হচ্ছে ২/৩ দিন ধরে লাশটি নদীতে ডুবে ছিলো আজ ভেসে উঠেছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে আমাদেরকে মোবাইল ফোনে জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। লাশের পরিচয় পাওয়া গিয়েছে। লাশ উদ্ধার কাজ চলমান রয়েছে। ছেলেটির পরনের প্যান্ট, বেল্ট ও মানিব্যাগ দেখে তার মা লাশ সনাক্ত করেছে।
The post কুমারখালীতে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত appeared first on শৈলবার্তা.