ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের বেজ ঢালায়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলার ৫নং শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধরী। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসতিয়াক ইকবাল হিমেল, সহকারী প্রকৌশলী এস.এম জাফরান কবির, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌসি বেগম, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মকলেছুর রহমান, সাবেক সভাপতি আক্কাছ আলী, প্রতিষ্ঠাতা সদস্য নাজির উদ্দীন, দাতা সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু ও নাসির উদ্দীন, অভিভাবক সদস্য মোস্তফা মৃধা ও ওয়ালিয়ার রহমান এবং মাদরাসার ঠিকাদারী প্রতিষ্ঠান সুমিট কন্সট্রাক্শনের রুপম।
উদ্বোধনের আগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান।