September 26, 2022

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ থাকলেও সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ মার্চ) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্ট লেডি
করোনা আক্রান্ত জানিয়ে দেওয়া এক টুইটে হিলারি বলেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন।তিনি আরও বলেন, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা করা হয়েছে, ফল নেগেটিভ, তিনি কোয়ারেন্টাইনে আছেন।

Leave a Reply

Your email address will not be published.