
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৬ জনের মতো। এ নিয়ে দেশে মোট করোনা আক্রন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।
করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। এর আগে গতকাল সোমবার (৭ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা যান। এ সময় আরও ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
অরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের।
বার্তাবাজার/এম.এম