ঝিনাইদহের চোখ-
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। এ খবর নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
তিনি জানান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন গত সোমবার নমুনা পরীক্ষা দিয়েছিলেন। ঐদিনই তার রেজাল্টে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
তিনি আরো জানান, তিনি চিকিৎসক কৃষ্ণপদ সাহার তত্ত্বাবধানে আছেন। তিনি নিজেও খোঁজখবর রাখছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাা সাদিয়া জেরিন জানান, তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসোবে যোগদান করেন।
The post করোনায় আক্রান্ত হলেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা appeared first on Jhenidaherchokh.