October 1, 2022

অবশেষে ওটিটি-তে পা রাখতে চলেছেন কারিনা কাপুর খান। জানা গেল সুজয় ঘোষের ছবি দিয়ে ওটিটি-তে অভিষেক হতে চলেছে তার।

জাপানি লেখক কিগো হিগাশিনোর উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন ‘কাহানি’ খ্যাত পরিচালক সুজয় ঘোষ। এই ছবিতে কারিনা কাপুর খানের সঙ্গে পর্দায় দেখা যাবে বিজয় বর্মা এবং জয়দীপ আলাওয়াতকে।

সংবাদমাধ্যমের কাছে করিনা বলেন, “এই ছবির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উত্তেজিত। প্রথমত, নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ, আর দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আমি আবার অভিনয়ে ফিরছি“

পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে কারিনা আরও বলেন, “ওর ছবি দেখেছি, বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে। ওর কাজের নিজস্ব ধরন আছে, আর ও কি করতে চাইছে সেই বিষয়ে ও নিশ্চিত থাকে।”
কারিনার এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এ ছাড়া আগামী ১১ অগস্ট ‘লাল সিং চড্ডা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন কারিনা কাপুর খান।

Leave a Reply

Your email address will not be published.