এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে নিষেধাজ্ঞার একমাত্র বিকল্প হচ্ছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। তাৎক্ষণিকভাবে এর বাইরে কোনো বিকল্প নেই। ইতিমধ্যে রাশিয়ার কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংক ও পুরো অর্থনৈতিক খাতের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।
এ ব্যাপারে বাইডেন বলেন, বিষয়টি এমন না যে, আপনি কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারেন এবং বলবেন আপনি আর ‘উহ’ শব্দটিও করতে পারবেন না। আমি মনে করি, রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এমন নিষেধাজ্ঞা আরও কখনো আরোপ করা হয়নি। তিনি আরও বলেন, শুরু থেকেই আমার লক্ষ্য হচ্ছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে একই অধ্যায়ে রাখা।
এদিকে ইউক্রেনে সামরিক আগ্রাসনের অভিযোগে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় সংকটের সমাধান আসবে না। আজ রবিবার ২৭ ফেব্রুয়ারি জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বিয়ারবোকের সঙ্গে ফোনালাপে এমন মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিভিন্ন দেশ মস্কোর ব্যাংক, বাণিজ্য ও এয়ারলাইনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরটি এমন খবর দিয়েছে।
এ সময় ওয়াং ই বলেন, সংকট সমাধানে নিষেধাজ্ঞার ব্যবহারে সমর্থন করে না চীন। এমনকি আন্তর্জাতিক আইনে ভিত্তি নেই—এমন একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করছে বেইজিং। তিনি বলেন, নিষেধাজ্ঞা কেবল বর্তমান সংকট সমাধানেই ব্যর্থ হবে না, বরং নতুন করে সমস্যার জন্ম দেবে। এতে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক সমাধান প্রক্রিয়াও বাধাগ্রস্ত হবে।
ইউক্রেন সংকটে বলপ্রয়োগ কিংবা নিষেধাজ্ঞা—দুটোরই বিরোধিতা করছে চীন। তার দাবি, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে রাশিয়ার বৈধ নিরাপত্তা দাবি যথাযথভাবে পূরণ করা উচিত। ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্য না-করতে মস্কোর দাবি আইনগতভাবে বৈধ। এছাড়া পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে। কিন্তু এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটি।
The post এর একমাত্র বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন appeared first on bd24report.com.