অতীতের যে কোনও বছরের চেয়ে ২০২০ সাল ও চলতি বছরটিতে মানুষের স্বাভাবিক জীবনে নেমে আসে স্থবিরতা। এর মধ্যেও খুশির উপলক্ষ ছিল নতুন অথিতিদের আগমন। বেশ কয়েকজন তারকার ঘর আলোকিত করে এসেছে নতুন অতিথি।
চলুন জেনে নেওয়া যাক ২০২১ সালে যে তারকারা মা-বাবা হয়েছেন-
হাবিব ওয়াহিদ
চলতি বছরের চলতি বছরের ১২ জানুয়ারি হঠাৎ করেই তৃতীয় বিয়ের খবর জানান জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার স্ত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। বিয়ের ছয় মাস পরেই ৭ জুলাই রাজধানীর একটি হাসপাতালে এই দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। তাদের ছেলের নাম রেখেছেন আয়াত।আনিকা কবির শখ
প্রথম সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর আজগর আলী হাসপাতালে ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যা জন্মের ২০ দিন পর শখের স্বামী রহমান জন এ তথ্য জানান। শখ তার মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান।পিয়া জান্নাতুল
ফুটফুটে এক পুত্র সন্তানের মা হয়েছেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ইউনাইটেড হাসপাতালে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। সামীর তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ছিলেন। এই দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন অ্যারিস হাসান।মিলন ভট্টাচার্য
পুত্র সন্তানের বাবা হয়েছেন নাট্যনির্মাতা ও অভিনেতা মিলন ভট্টাচার্য। চলতি বছরের ৭ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার স্ত্রী ডা. তারিন মাহমুদ পুত্র সন্তানের জন্ম দেন। তারিন মাহমুদ ও মিলন দম্পতির এটি প্রথম সন্তান।মাসুমা রহমান নাবিলা
প্রথমবারের মতো মা হয়েছেন ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ১ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন তিনি। দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় জোবাইদুল হক রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন তারা। এই দম্পতি তাদের কন্যার নাম রেখেছেন মালহার মাসুমা হক স্মিহা।