September 26, 2022

তেলুগু ও তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। ইন্ডাস্ট্রিতে তার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক ছবি করে সফল হয়েছেন তিনি। শোনা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সামান্থা। প্রথম স্থানে রয়েছেন নয়নতারা।

গত বছর বলিউডে কাজ শুরু করেছেন তিনি, সফল সেখানেও। তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’ সিনেমাটি করে। এদিকে একের পর এক সাফল্যের সুযোগে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে নিয়েছেন সামান্থা। এক ছবির জন্য তিনি তিন থেকে পাঁচ কোটি টাকা প্রারিশ্রমিক নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন বলেও জানা গেছে।

সম্প্রতি আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গেছে সামান্থাকে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এই আইটেম গানে কাজ করতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। কিন্তু পরবর্তীতে ওই গানের জন্য এই অভিনেত্রী পাঁচ কোটি টাকা পেয়েছেন বলে শোনা যায়।

বার্তাবাজার/জে আই

Leave a Reply

Your email address will not be published.