
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “আমরা প্রথম শিকার। এরপর দ্বিতীয় শিকার হবেন আপনারা। কারণ এই ‘পশু’ যত বেশি খাবে, সে আরও, আরও এবং আরও বেশি চাইবে।”
জেলেনস্কি বলেন, “সবাই মনে করে যে আমরা আমেরিকা বা কানাডা থেকে অনেক দূরে। না, আমরা আমাদের স্বাধীন দেশে আছি। যখন অধিকার এবং স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন আপনাদের উচিত আমাদের রক্ষা করা। ”
এসময় রাশিয়ার সামরিক অভিযান বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর প্রতি অগাধ বিশ্বাস ব্যক্ত করে জেলেনস্কি বলেন, “আমার বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধ থামাতে অনেক কিছুই করতে পারেন। আমি নিশ্চিত তিনি পারবেন। আমি এটাই বিশ্বাস করতে চাই যে তিনি এটা করতে সক্ষম।”
এই যুদ্ধ শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আবারও পশ্চিমাদের সতর্ক করে দেন জেলেনিস্ক।
তিনি বলেন, “এই যুদ্ধ ইউক্রেনেই থেমে যাবে না। এখানকার স্বাধীনতার উপর আক্রমণ বিশ্বের বাকি অংশেও প্রভাব ফেলবে।”
বার্তাবাজার/এম আই