
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬হাজার ২২০পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।
গ্রেফতারকৃত হলেন, ক্যাম্প-১৯ এর ডি-১ ব্লকের মৃত নাজির হোসেনের ছেলে মৌলভি কাসিম (৪০) ও ডি-৩ ব্লকের মৃত আবুল হাসেমের ছেলে সৈয়দ হোসেন (২৬) বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি জানান, শুক্রবার রাত ২টায় ক্যাম্প-১৯ এর ডি-১ ব্লকের মৌলভী কাসিমের বসত ঘরে ইয়াবা মজুদের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা ৬হাজার ২২০পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর