
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, উপজেলার আঠরবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ শামছুদ্দিনকে (৬০) গত ৮ মার্চ প্রতিবেশী বজলুর রহমানের স্ত্রী লিপা আক্তার ও ছেলে কিশোর পাভেল মিয়া আঘাত করেন। নিজের একটি গরু নিয়ে প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাছের পাতা নষ্ট করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে আঘাত করা হয় বৃদ্ধকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধ মারা যান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি।
আরিফুল/বার্তাবাজার/এম আই