
জামালপুরের ইসলামপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১০৭টি পরিবারের মাঝে ৯ লাখ ৯৯ হাজার ৯১৫টাকার চেক বিতরণ করেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খানসহ প্রমূখ।
এর আগে জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইয়ামিন/বার্তাবাজার/এম.এম