ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির অধীনে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ইবি কেন্দ্রের মোট ৯৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন ৫৯২০ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৬৮০। পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের বিশ্রামের জন্য বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিভাবক কর্ণারের ব্যবস্থা করে শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রী। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে বিশ^বিদ্যালয় প্রশাসনের সহযোগীতায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ^বিদ্যালয় বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।