ইবি সংবাদদাতা :
সাম্প্রদায়িকত সহিংসার বিরুদ্ধে ও সম্প্রীতির আহ্বানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোর মিছিল করেছে শাখা ছাত্র মৈত্রী। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে আলোর মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।
সংগঠনটির সভাপতি আব্দুর রউফ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো সাম্প্রদায়িক হামলার ঘটেছে তার কোনটির সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারেনি। সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলাগুলেরার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এছাড়া সাধারণ জনগনকে গুজবে কান দিয়ে সংঘাতে না জড়িয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
The post ইবিতে আলোর মিছিল appeared first on শৈলবার্তা.