ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যেন কিছুতেই থামছে না। ইউক্রেনের বড় দুই শহর কিয়েভ ও খারকিভে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের বর্তমান এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিতে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেন খামেনি। খবর আল-মানার নিউজের।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমরা যেকোনো দেশে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের বিরোধীতা করি। তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বানও জানান তিনি।
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাত বন্ধ করে গতকাল শান্তি আলোচনায় বসেছিল দুই দেশের প্রতিনিধি দল। কিন্তু আলোচনায় কোনো সমাধান আসেনি। এতে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
The post ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকার: খামেনি appeared first on bd24report.com.