এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য শোনার পর কেঁদে ফেলেছেন এক জার্মান দোভাষী। গত শনিবার সন্ধ্যায় লাইভ টিভিতে জেলেনস্কির বক্তৃতা অনুবাদ করার সময় ওই দোভাষী অপ্রস্তুত হয়ে যান। তিনি জানান, এ বক্তব্য শোনার পর তার কান্না চলে আসে। তবে তিনি নিজেকে সংযত করে নেন। খবর- ফক্স নিউজের।
এরপর অনলাইনে জার্মান টেলিভিশন চ্যানেল ওয়েল্টের ওই দোভাষী বলেন, তার (ভলোদিমির জেলেনস্কি) বক্তব্যের শেষে আমি কান্নায় ভেঙে পড়ি। রাশিয়ার হামলা ইউক্রেনের জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে জেলেনস্কি তার ভাষণে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে জেলেনস্কি সেদিন বলেন, ইউক্রেনের নাগরিকরা, আমরা জানি আমরা কী রক্ষা করছি। আমরা অবশ্যই জয়ী হব। এ বক্তব্য শোনার পর থেকেই ওই দোভাষী অপ্রস্তুত হতে শুরু করেন। এর পর কিছুক্ষণ সময় নেন ওই দোভাষী। পরে অপ্রস্তুত হয়ে যাওয়ার কারণে তিনি ‘ক্ষমাপ্রার্থনা’ করেন।
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে। ৭ম দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম ছয় দিনে ছয় হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
The post ইউক্রেন প্রেসিডেন্টের বক্তব্য শুনে অঝোরে কাঁদলেন জার্মান দোভাষী appeared first on bd24report.com.