
চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এখনো পর্যন্ত সঠিক রিপোর্ট প্রকাশ করতে পারেনি কোনো দেশই। তবে, বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ। এবার ইউক্রেনে নিহত শিশুর সংখ্যা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।
রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার হামলায় এ পর্যন্ত ইউক্রেনে ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫০টি শিশু।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, যুদ্ধের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ১০ লাখেরও বেশি শিশু।
এক বিবৃতিতে রাসেল বলেন, ‘হাসপাতাল, পানি ও পয়ঃনিষ্কাসনের সিস্টেম এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসামরিক লোকজন ও বেসামরিক স্থাপনায় হামলা বিবেকবর্জিত; এটা শিগগিরই বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘ইউক্রেনের শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন।’
বার্তাবাজার/না. সা.