
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যরা। একেরপর এক বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন অনলাইন বিবিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভাদিম ডেনিশেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেসামরিক স্থাপনায় হামলা করছে না বলে দাবি করছে রাশিয়ানরা। কিন্তু গত ২৪ ঘন্টায় ইউক্রেনের ৩৩টি বেসামরিক স্থাপনায় বোমা হামলা করে রাশিয়ান সৈন্যরা।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে তুমুল আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার অপারেটিভরা এরই মধ্যে কিয়েভ শহরে প্রবেশ করেছে। স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে- যে যা দিয়ে পারেন, তাই দিয়ে যেন তাদেরকে প্রতিহত করেন। এ জন্য মলটোভ ককটেল বা পেট্রোল বোমা ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে সবাইকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, বয়স যা-ই হোক, অস্ত্র হাতে তুলে নিন। অস্ত্র চাইলেই সরকার তাদেরকে অস্ত্র দেবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।
বার্তাবাজার/এম আই